আসামিদের আবেদনে চার্জ শুনানি পেছাল এক সপ্তাহ

হালিশহরে মহিউদ্দিন হত্যা মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:০১ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলায় আসামিদের আবেদনের প্রেক্ষিতে চার্জ শুনানি এক সপ্তাহ পেছাল। গতকাল মঙ্গলবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একে এম মোজাম্মেল হক শুনানি শেষে আগামী ২২ ডিসেম্বর মামলাটির পরবর্তী চার্জ শুনানির তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী জানান, মঙ্গলবার মামলাটির চার্জ শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু আসামি পক্ষ সময়ের আবেদন করলে মাননীয় আদালত তা আমলে নিয়ে এক সপ্তাহ সময় দেন। আগামী ২২ ডিসেম্বর চার্জ শুনানির কথা রয়েছে বলে জানান তিনি। গত ১০ ডিসেম্বর মহানগর দায়রা আদালত থেকে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গেজেট পাওয়ার পরই দায়রা থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়া মামলাটি সমস্ত নথিপত্র হস্তান্তরের পরই মঙ্গলবার প্রথম ধার্য তারিখে মামলাটির চার্জ শুনানির দিন ধার্য্য ছিল। এর আগে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঁচটি ধার্য তারিখ শেষে গত ২২ নভেম্বর মামলাটি চার্জ গঠনের তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করেছিলেন।
২০১৮ সালের ২৬ মার্চ হালিশহরের মেহের আফজল স্কুলে স্বাধীনতা দিবস অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠানে প্রধান শিক্ষকের অফিস কক্ষের ভেতর কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় যুবলীগকর্মী মহিউদ্দিনকে। ওই ঘটনায় নিহতের মা নূর নেছার বেগম বাদী হয়ে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ১৮ জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। ওই বছরের জুলাইয়ে হাজী ইকবাল, তার ছেলে আলী আকবরসহ বিশজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা বন্দর থানা পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে হেলে পড়া ভবনে বসবাসরতদের দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধ১৮ বছরে পদার্পণ করলো এপিক প্রপার্টিজ