আসাদুজ্জামান নূরের নামে মামলার অনুমোদন

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকা ভোগ দখল ও ১৫৮ কোটি সন্দেহজনক লেনদেনের অভিযোগ সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

জানা গেছে, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৩৭ লাখ এক হাজার ১৯০ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ও তা ভোগ দখলে রাখা এবং নিজ নামীয় ১৯টি ব্যাংক হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধে কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭() ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪() ও ৪() ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫() ধারায় একটি মামলার রুজু করার অনুমোদন করেছে কমিশন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের এই খসড়া গ্রহণ করতে পারি না : এনসিপি
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানে আ. লীগের নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে : আইন উপদেষ্টা