আসাদুজ্জামান নূরের চার ফ্ল্যাট ও জমি জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আমলে নিয়ে গতকাল সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, নূরের অর্জিত সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে পাওয়া তার নামের এসব স্থাবর ও অস্থাবর সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন এজন্য তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। খবর বিডিনিউজের।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, তিনটি ফ্ল্যাটের মধ্যে রমনার দুটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে এক কোটি ৩৩ লাখ ৯০ হাজার ও তিন কোটি ২৪ লাখ ৫০ টাকা; গুলশানের ৩৬৬০ বর্গফুটের ফ্ল্যাটের (অর্ধেকাংশ) মূল্য চার কোটি ৩৬ লাখ ৭৭ হাজার টাকা। বড় মগবাজারের ২০৭৫ বর্গফুটের ফ্ল্যাটের (অর্ধেকাংশ) মূল্য ৫২ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নিউ টাউন প্লটের ১০ কাঠা জমির মূল্য ৩৩ লাখ ৫৬ হাজার ৮৮০ টাকা। আর তার ১৬ ব্যাংক হিসাবে ১৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৩০ টাকা থাকার তথ্য দেন ওই দুদক কর্মকর্তা।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এসব ফ্ল্যাট ও প্লট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের অভিযানের মধ্যে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের মামলায় তাকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধপুত্রকে ছুরিকাঘাতে হত্যা ঘাতক পিতা সিলেট থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি