আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ at ১০:২৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার সন্ধ্যায় ফৌজদারহাটস্থ তাঁর নিজ বাসভবনে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাবের বর্তমান সহ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ আবুল খায়ের প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য মীর দিদারুল হোসেন টুটুল, নাছির উদ্দিন অনিক, তালুকদার নির্দেশ বড়ুয়া, সাইদুল হক, সাইফুল মাহমুদ, দেলোয়ার হোসাইন খান, নন্দন রায়, মীর মামুন, এড. নাসির উদ্দিন, এস এম ইকবাল হোসাইন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী বক্তব্যে বলেন, সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করার সুযোগ পেলে তাইলে আন্তরিকতার মাধ্যমে সবাইকে সাথে নিয়েই কাজ করে যাব। এতে আমার যতই পরিশ্রম হোক না কেন উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে কক্সবাজার ছয় লাইনের সড়ক চাই