আসলাম চৌধুরীর নামে পোস্টার, গুঞ্জন

মোরশেদ তালুকদার | রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

শীঘ্রই আসছি আপনাদের মাঝে…’; এমন বার্তা দিয়ে ছাপানো একটি পোস্টার শোভা পাচ্ছে নগরের বিভিন্ন এলাকায়। পোস্টারটির এক পাশে রয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর একটি ছবি। নিচে তার নাম। ফলে এ পোস্টারটি ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে বিএনপিতে। দলটির নেতাকর্মীদের অনেকের প্রশ্ন, আসলাম চৌধুরী কি বিএনপি ছেড়ে নতুন কোনো দল গঠন করছেন?

এ প্রশ্নের উত্তর জানতে আসলাম চৌধুরীর মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে গতকাল মধ্যরাত পর্যন্ত একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি পোস্টারের বিষয়ে জানতে চেয়ে ম্যাসেজ দিলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি আসলাম চৌধুরীর অনুসারী বিএনপির নেতাকর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ উত্তর জেলা বিএনপির দুই নেতা আজাদীকে জানান, পোস্টারের বিষয়ে জিজ্ঞেস করলেও তাদের স্পষ্ট করে কিছু বলেননি আসলাম চৌধুরী। তাই পোস্টার বিষয়ে দ্বিধায় আছেন তারাও।

এদিকে একাধিক প্রত্যক্ষদর্শী আজাদীকে জানিয়েছেন, নগরের বৌদ্ধ মন্দির এলাকাসহ কয়েক জায়গায় তারা গতকাল বিকাল থেকে পোস্টারটি দেখেছেন। বিএনপি কার্যালয় থাকা রাজধানীর নয়াপল্টন ও আশেপাশের এলাকায়ও পোস্টারটি দেখা গেছে। ফলে এই পোস্টার ঘিরে নানা আলোচনা চলছে বিএনপিতে।

জানা গেছে, ২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। ৮ বছর ৩ মাস পর গত বছরের ২০ আগস্ট তিনি কারামুক্ত হন। এরপর থেকে চট্টগ্রাম৪ আসন (সীতাকুণ্ড, পাহাড়তলীআকবরশাহ আংশিক) কেন্দ্রিক কার্যক্রম চালাচ্ছেন তিনি। যার বেশিরভাগই সামাজিক। এছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কোনো সভাসমাবেশে তিনি উপস্থিত হননি। এমনকি কেন্দ্রীয় কর্মসূচিতেও তাকে দেখা যায়নি। ফলে পোস্টারটি ঘিরে বিএনপি ছেড়ে তার নতুন দল গঠনের গুঞ্জন জোরালো হয়েছে। কী আছে সেই পোস্টারে : পোস্টারটিতে লেখা আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের অধিকার পূরণের অঙ্গীকারের নতুন বাংলাদেশ বিনির্মাণে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সকল সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান নিয়ে শীঘ্রই আসছি আপনাদের মাঝেলায়ন আসলাম চৌধুরী এফসিএ। পোস্টারটির এক পাশে ফুলের মালা দেওয়া আসালাম চৌধুরীর একটি ছবি আছে।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন আসলাম চৌধুরী। পরবর্তীতে ২০০৪ সালে জিয়া পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি এবং উত্তর জেলা বিএনপির সদস্য হন। ২০১০ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এরপর উত্তর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ২০১৬ সালে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব পদ পান। পরে ২০২৪ সালের ১৫ জুন তাকে যুগ্ম মহাসচিব থেকে সরিয়ে চেয়ারপার্সনের উপদেষ্টা করা হয়।

২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন চট্টগ্রাম৪ আসন থেকে। একই আসন থেকে কারাগারে থাকা অবস্থায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনেশার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা
পরবর্তী নিবন্ধদুই জেলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার