বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ছলিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার কালুশাহ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছলিমপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর।
সম্মেলনে বক্তারা বলেন, সীতাকুণ্ডবাসীর ভালোবাসা থেকে আসলাম চৌধুরীকে মুছে ফেলতে দীর্ঘ ৯টি বছর মিথ্যা মামলা দিয়ে বন্দি রেখেছিল। কিন্তু সীতাকুণ্ডবাসী তাদের হৃদয়ে আসলাম চৌধুরীকে অতীতের চেয়েও আরও বেশি ভালবাসা দেখিয়েছে। তার প্রমাণ আসলাম চৌধুরী কারাগার থেকে মুক্তির দিন। সেদিন সমগ্র চট্টলাবাসী প্রবল বৃষ্টির পরও রাস্তায় অপেক্ষা করেছে তাদের নেতাকে এক নজর দেখার জন্য। তিনি জনগণের এই ভালোবাসায় মুগ্ধ এবং কৃতজ্ঞ। সম্মেলনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম ও তাঁতীদল নেতা শাহিন এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সীতাকুণ্ড উপজেলা তাঁতীদলের সভাপতি এসএম লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দল উত্তর জেলার সাবেক সভাপতি মোরসালিন, তাঁতীদল উত্তর জেলার সভাপতি মো. সিদ্দিক, জাহেদুল হাসান, রোকন উদ্দিন মেম্বার, আবুল হাশেম, খ ম নাজিম উদ্দিন, মিজানুর রহমান রাজু, মাহমুদুল হক সুমন, সামশেদ আলম, জীবন, অপু, সাইদুল হক সাদু, বোরহান উদ্দিন জিয়া, আখি, নিপা, ফাতেমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।