নাটক হোক বাস্তবতার প্রতিচ্ছবি-এ শ্লোগানকে সামনে রেখে আসর নাট্য সমপ্রদায় তাদের ৩৬ বছর পার করেছে। এই উপলক্ষে ৮ জুলাই হোটেল হেরিটেজ বিআরএ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আসরের সভাপতি মোহাম্মদ ফারুক। সহ সাধারণ সম্পাদক পার্থ প্রতিম নাহা রনির সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন থিয়েটার ক্লাবের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনন্য থিয়েটারের দলপ্রধান সুচরিত চৌধুরী টিংকু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসর নাট্য সমপ্রদায়ের দলপ্রধান শাহ তামরাজ উল আলম। বক্তব্য রাখেন আসরের সহসভাপতি রাশেদুল আলম, কবিরুল ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, তোফাজ্জল হোসেন জিকো, রুবেল, পিন্টু শীল, রতন, রাকিব, মাসুদ, অনিক, দুর্জয়, আকাশ প্রমূখ। বক্তারা বলেন, আসর নাট্য সমপ্রদায় চট্টগ্রামে নাট্য চর্চায় দীর্ঘ দিন ধরে অনেক নাটক উপহার দিয়ে এসেছে। ফলাফল নিম্নচাপ থেকে শুরু করে কন্জুস, কবর, বৃষ্টির ছায়াছবি, খ্যাপা পাগলার প্যাঁচাল, সর্বশেষ ভানুমতির খেলা, অসংখ্যা মঞ্চ নাটক ও পথ নাটক করেছে। প্রেস বিজ্ঞপ্তি।