আসন ধরে রাখলেন দুই মুসলিম নারী

| বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও প্রতিনিধি পরিষদে নিজেদের আসন ধরে রেখেছেন দলটির দুই মুসলিম নারী। কংগ্রেসের নিম্নকক্ষে পুনর্র্নিবাচিত হয়েছেন আরবআমেরিকান রাশিদা তায়েব ও আফ্রোআমেরিকান ইলহান ওমর।

কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনআমেরিকান সদস্য রাশিদা তায়েব। তিনি গত মঙ্গলবারের ভোটে মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জয় পেয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো কংগ্রেস সদস্য হলেন রাশিদা।

সাবেক শরণার্থী ইলহান ওমর সোমালিআমেরিকান। তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটঅধ্যুষিত পঞ্চম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরতলি নিয়ে এই কংগ্রেশনাল ডিসট্রিক্ট গঠিত।

পূর্ববর্তী নিবন্ধইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিতের দাবি
পরবর্তী নিবন্ধগণমাধ্যমের ওপর হামলা-হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি : টিআইবি