আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা

লামা প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১৮ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা ও সমন্বয় সভায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালবেলা সাড়ে ০৩টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে রাখতে জরুরি আলোচনা সভা করেছে লামা উপজেলা কৃষি বিপণন সমন্বয় কমিটি। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন লামা বাজার বিপণন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষকসহ প্রমূখ।

কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন, রমজান আসলে ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নেন। দেশের মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে অনেক। তাই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। অর্থের অভাবে সাধারণ মানুষ বাজার করতে পারছে না, শিশুখাদ্য কিনতে পারছে না সাধারণ মানুষ। তারা আরও বলেন, সামনে পবিত্র মাহে রমজান।

রোজাদারদের প্রতি সম্মান দেখিয়ে মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা জরুরি হয়ে পড়েছে। সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে ওএমএস, সুলভ মূল্যে চাল বিক্রি ও সামনে টিসিবি’র পণ্য বিক্রয় করতে সরকারের প্রতি আহ্বান করেন। প্রয়োজনে মাহে রমজান ও পবিত্র ঈদের আগেই ভর্তুকি দিয়ে বিশেষ ব্যবস্থায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অনুরোধ করেন বক্তারা। সভায় গরুর মাংসের দাম নির্ধারণ সহ প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা ঝুলাতে বলা হয়েছে। অন্যথায় অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টের আওতায় আনা হবে বলে জানান ইউএনও লামা। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, ভেজাল প্রতিরোধ, কৃষি বিপণন আইন ২০১৮ এর প্রয়োগ ‘আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেভাবেই হোক রমজান মাসে আমাদের জিনিসপত্রের দাম যাতে আর না বাড়ে সে চেষ্টা করতে হবে। এ’সময়ে বাজারে কোন পণ্যের সংকট নেই। প্রশাসন দাম নির্ধারণ করে দিলেও বাজারে কার্যকর করা হবে। এজন্য আমাদের মনিটরিং আরও বাড়াতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় আওয়ামী লীগ নেতা ইলিয়াস গ্রেফতার
পরবর্তী নিবন্ধলামায় ইউনিয়ন পর্যায়ে গবাদি পশুর টিকাদান কর্মসূচি শুরু