আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে উৎসাহ–উদ্দীপনার পাশাপাশি এক ধরনের উদ্বেগ–উৎকণ্ঠাও বিরাজ করছে। গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পূর্বশর্ত হলো ‘একটি জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা’।
রাজনৈতিক অস্থিরতা কিংবা কোনো অশুভ শক্তির অপতৎপরতা যেন জনজীবনকে বিপর্যস্ত করতে না পারে, সে জন্য এখনই সমন্বিত ও আধুনিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। প্রতিটি এলাকা এবং পাড়া–মহল্লার অলিগলিতে সিসিটিভি ক্যামেরার অবাধ নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের উচিত অন্ধকার পয়েন্টগুলো চিহ্নিত করে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ যেন পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন দেওয়া মাত্রই তাৎক্ষণিক সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। সর্বসাকুল্যে আসন্ন নির্বাচনে আমার একটি জনবান্ধব নিরাপত্তা চাই।
আশিক বিন আলম সোহাগ
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম কলেজ।











