আসনের নিচে মিলল ৬৪ সোনার বার

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটে তল্লাশি, যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইট থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার জানান, আমাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে সোনার চালান আসছে। ফ্লাইটটি রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন খবরের ভিত্তিতে ফ্লাইটে অভিযান চালিয়ে আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। তবে ওই আসনে কোনো যাত্রী ছিলো না। আমাদের কাছে এক যাত্রীর বিষয়ে তথ্য ছিল। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম, যার আনুমানিক দাম ৬ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

পূর্ববর্তী নিবন্ধচাল ডাল তেলের সাথে এবার যুক্ত হলো ছোলা
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে স্থাপিত হচ্ছে পেট-সিটি ল্যাব