আসছে সালমান জুবায়েদের একক গান ‘তোর আস্কারায়’

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর সালমান জুবায়েদ এবার হাজির হচ্ছেন তাঁর নতুন একক গান ‘তোর আস্কারায়’ নিয়ে। চট্টগ্রামের গুণী শিল্পীর নতুন এই গানের কথা লিখেছেন বিকাশ মাহাতো।

২০০৯ সাল থেকে সংগীতকে কেন্দ্র করে গড়ে তুলেছেন এক স্বতন্ত্র ও সৃজনশীল ভুবন। তাঁর কণ্ঠ, সুর ও সংগীতায়োজনে প্রতিটি গানেই থাকে এক বিশেষ আবেগ, যা শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায়। এর আগে সালমান জুবায়েদ উপহার দিয়েছেন একাধিক একক ও মিক্স অ্যালবাম, যা সংগীতপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি তাঁর ফিচারিং অ্যালবামগুলোও পেয়েছে জনপ্রিয়তা। টেলিভিশন নাটকের প্লেব্যাকেও তিনি সমানভাবে সফল। তাঁর গানে নাটকের গল্প ও আবেগ যেন হয়ে ওঠে আরও জীবন্ত। উল্লেখযোগ্য নাটকের তালিকায় রয়েছে: এই শহর আমার জন্য না, হরবোলা, ফুড ডেলিভারি ম্যান, ক্যারিয়ার ও আরও অনেক নাটক। শুধু নিজের ক্যারিয়ার নয়, নতুন প্রতিভাবান শিল্পীদের সহযোগিতাতেও তিনি সমান নিবেদিত। সংগীতজগতে যারা নতুন, তাঁদের জন্য সালমান হয়ে উঠেছেন একজন মেন্টর ও প্রেরণা। সংগীতপ্রেমীদের জন্য সুখবর শিগগিরই প্রকাশ পাচ্ছে আরও কিছু নতুন গান সালমান জুবায়েদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, পাশাপাশি চলছে একাধিক টিভি নাটকের মিউজিক প্রজেক্টের কাজ।

পূর্ববর্তী নিবন্ধ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি : অগ্রগতি ও অর্জন
পরবর্তী নিবন্ধএবার ঘরে বসেই দেখা যাবে ‘উৎসব’ সিনেমা