ক্রমেই কমেডি নাটকের প্রতি দর্শক চাহিদা বাড়ছে। প্রায় প্রতিদিনই নানা টিভি ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে কমেডি গল্পের নাটক। সেগুলো নজর কাড়ছে দর্শকের।সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ হলো নাটক ‘লাভটনের প্রেমসূত্র’।
এটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। এক্স পিকচার্স-এর প্রযোজনায় নাটকটির শুটিং হয়েছে সমপ্রতি পুবাইলে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, সামিহা স্বর্ণালী। শফিক খান দিলু, শেখ স্বপ্না, লিটন খন্দকার, সুমন আহমেদ বাবু, তানিয়া, কাজল, ফারাহ ফেন্সিসহ আরও অনেকে। আলী সুজন পরিচালিত এই নাটকটি দিয়ে প্রথমবার একক নায়িকা হিসেবে নাটকে অভিনয় করলেন সামিহা স্বর্ণালী।
পরিচালক বলেন, খুবই মজার একটি গল্প। যেখানে দেখা যাবে লাভটন নামের একজন ১ হাজার মেয়ের সঙ্গে প্রেমের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভালোবাসার গবেষক হয়ে গেছেন। তিনি একজন পিএস নিয়ে চেম্বার খুলে এলাকার সবাইকে প্রেম বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শ পেয়ে অনেকের প্রেমও হয়ে গেছে। এলাকারই এক মেম্বার তার মেয়ে লাভলিকে ওই লাভটনের আশপাশে যেতে বারণ করেন। সেই বারণের দেয়াল ভেঙে তাদের প্রেম ও পরিণতি নিয়েই গল্প। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।
পরিচালক আলী সুজন জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।