আসছে মম’র নতুন সিনেমা

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আগামীকাল শিরোনামের একটি পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র নিয়ে আবারও বড় পর্দায় আসছেন লাক্স সুন্দরী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। করোনা মহামারিতে কাজ কমিয়ে দিলেও সমপ্রতি আবারো শোবিজে সপ্রতিভ হয়েছেন মম।
সমপ্রতি দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ধিরে ধিরে বাড়ছে সিনেমা মুক্তির সংখ্যা। সে তালিকায় যুক্ত হলো মম অভিনীত চলচ্চিত্র আগামীকাল। অঞ্জন আইচ পরিচালিত ছবিটি সেন্সর সাটির্ফিকেট পেয়েছে কিছুদিন আগেই। পরিচালক জানিয়েছেন এ বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মম।
মম বলেন, আমি সচরাচর সিনেমাতে অভিনয় করি না। তবে, আগামীকালের গল্পটি ভালো লেগে যাওয়ায় এতে অভিনয় করেছিলাম। আর এই সিনেমার নির্মাণ প্রক্রিয়াও ছিল বেশ গোছানো। ছবিটি নিয়ে আমি আশাবাদী, এটি দর্শকদেরও ভালো লাগবে আশা করি। সমপ্রতি টিভি নাটকেও অভিনয়ে নিয়মিত হয়েছেন মম। অভিনয় করছেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। করোনা মহামারির আগে বলিউডের ‘ম্যাক্স কি গান’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মম, জানা গেলো সেটিও আছে মুক্তির অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখপুত্রের মুক্তি নিয়ে চলছে কোটি টাকার ভাগাভাগি!
পরবর্তী নিবন্ধমায়ের গান ফের কণ্ঠে তুললেন ডলি