আসছে ভারতীয় পেঁয়াজ, দাম আরো কমল

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

 

আজাদী প্রতিবেদন ম

ভারতীয় পেঁয়াজ আমদানির জেরে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাইখাতুনগঞ্জে দাম কমছে। গত তিন দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন ভারতীয় পেঁয়াজ প্রবেশ করেছে। ফলে দেশি পেঁয়াজের দাম কমেছে। দাম আরো কমতে পারেএ আশঙ্কায় বাজারে কেনাবেচায় স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আসার কথা শোনা যাচ্ছে। গতকাল চাক্তাইখাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পাবনা ও ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৬০ টাকায়। তিন দিন আগে সেই পেঁয়াজ ৭৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এদিকে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আজাদীকে বলেন, সরকার এখন তড়িঘড়ি করে আইপি দেয়ার কারণে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। কারণ ক্রেতারা মনে করছেন, যেহেতু ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে, দাম আরো কমতে পারে। কারণ অনেক ব্যবসায়ী বেশি দামে দেশি পেঁয়াজ কিনে রেখেছেন। এছাড়া কৃষকদের হাতেও প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে। এখন কৃষক যদি লোকসান দেয়, তবে আগামীতে তারা পেঁয়াজ চাষে উৎসাহিত হবে না। দেশে পেঁয়াজ চাষ কমে গেলে আমদানির ওপর নির্ভরশীলতা বাড়বে।

উল্লেখ্য, ১২ আগস্ট দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এরপর দুই আমদানিকারক ভারত থেকে ১০০ টন পেঁয়াজ আমদানি করেন। এসব পেঁয়াজ ১৪ আগস্ট সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার যুবলীগ নেতা রফিকুল সদরঘাটে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদুদিনেই বেড়েছে ১শ টাকা, কাঁচামরিচ এখন ৩০০