আসছে ব্রিটনির স্মৃতিকথা ‘দ্য উইমেন ইন মি’

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

চার দশকের জীবনের অনেক স্মৃতি দুই মলাটে বন্দি করেছেন যুক্তরাষ্ট্রের পপ শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। সেই স্মৃতিকথা প্রকাশ হবে চলতি বছর। সিএনএন জানিয়েছে, ‘দ্য উইমেন ইন মি’ শিরোনামে এই পপ তারকার আত্মজীবনীমূলক বইটি প্রকাশ হবে ২৪ অক্টোবর। বইয়ে নিজের গল্পের সঙ্গে ব্রিটনি স্বাধীনতা, খ্যাতি, মাতৃত্ব, টিকে থাকা, আশা আর বিশ্বাসের কথা বলেছেন। খবর বিডিনিউজের।

বই প্রকাশের তারিখ ঘোষণা করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আসছে আমার গল্প, আমার মত করে, শেষ পর্যন্ত।’

বইটির প্রকাশকের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, সংগীত আর প্রেমের যে শক্তি, সেই আলোই ছড়াবে ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা। একজন নারীর নিজের গল্প নিজের মতো করে বলতে পারার গুরুত্বকে তুলে ধরা হয়েছে লেখনির মাধ্যমে।

বইটিতে ব্রিটনি তার বাবা জেমি স্পিয়ার্সের কর্তৃত্ব এবং সেই সময়ে তার যন্ত্রণা এবং তা থেকে মুক্ত হওয়ার ঘটনা বিশদভাবে লিখেছেন। কৈশোরে তারকা বনে যাওয়া ব্রিটনির দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর একের পর এক কাণ্ডে তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটে ২০০৮ সালে আদালতের এক আদেশে মেয়ের বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়েছিলেন জেমি স্পিয়ার্স। তখন ব্রিটনির বয়স ছিল ২৬ বছর।

বাবার সেই ‘খবরদারিতে’ হাঁপিয়ে উঠেছিলেন ব্রিটনি। এক পর্যায়ে আদালতের দ্বারস্ত হন তিনি। গত বছরের জুন মাসে ভার্চুয়ালি বিচারকের সামনে হাজির হয়ে ব্রিটনি বলেছিলেন, তিনি মানসিকভাবে ‘বিপর্যস্ত’ হয়ে পড়েছেন।

দুই সন্তানের মা এই তারকা শিল্পী বলেন, আরও সন্তান নেওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে; ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে সাইকিয়াট্রিক ড্রাগ। এরপর আদালতের আদেশে মেয়ের উপর থেকে কর্তৃত্ব হারান জেমি স্পিয়ার্স। আর ব্রিটনি ফিরে পান নিজের অর্থ, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। ছয় বছর পর গত অক্টোবরে প্রকাশিত হয় এই পপ তারকার নতুন সংগীত ‘হোল্ড মি ক্লোজার’।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস
পরবর্তী নিবন্ধতৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে