আসছে ‘জোকার ২’

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪৫ পূর্বাহ্ণ

হলিউডের আলোচিত সিনেমা ‘জোকার’ মুক্তি তিন বছর পর ‘জোকার ২’ নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক টড ফিলিপস। লাল মলাটে বাঁধা সিনেমার চিত্রনাট্যের ছবি বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফিলিপস, সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে, ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’। খবর বিডিনিউজের।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াকিন ফিনিক্স। ফিনিক্সের একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক, যাতে আয়েশী ভঙ্গিতে জোকার সিনেমার সিক্যুয়েল পড়তে দেখা গেছে তাকে। সিক্যুয়েলের গল্প কিংবা ফিনিক্সের চরিত্র নিয়ে এখনও কিছু জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমিহি-অবাকের ‘সরি বিয়ে করবো না’
পরবর্তী নিবন্ধভারত নাট্যৎসবে কথাসুন্দরের খেলাঘর