আসছে ইলিশ, জৌলুস ফিরেছে কক্সবাজার ফিশারিঘাটে

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর কক্সবাজার ফিশারিঘাটে ফিরে এসেছে পুরনো জৌলুস। বৈরি আবহাওয়া শেষে মৌসুম শুরু হওয়ায় ঘাটে আসছে হাজার হাজার ইলিশ বোঝাই ট্রলার। সরব হয়ে ওঠেছে জেলে পল্লীগুলো। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ভিড় করছেন দূরদূরান্ত থেকে ইলিশ কিনতে আসা পাইকার ও আড়ৎদাররা। ব্যস্ততা বেড়েছে বরফ কলগুলোতেও। গতকাল শুক্রবার সকালে কক্সবাজারের ফিশারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা গেছে, ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। বেশি মাছ ধরা পড়ায় দামও একটু কমেছে। ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার পর থেকে এ মৌসুমে গতকাল সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। বেশি মাছ পড়ায় দামও কিছুটা কমেছে।

ব্যবসায়ী আব্দুল করিম বলেন, অনেক বেশি মাছ পড়েছে। প্রতিটি ট্রলার ১০ থেকে ২০ লাখ টাকা করে মাছ বিক্রি করছে আজকে। কোনো ট্রলার খালি আসছে না। সব ট্রলারে মাছ বেশি পড়ায় দাম কিছুটা কমেছে। এভাবে মাছ পড়লে দাম আরো কমবে। ইলিশ ছাড়াও কক্সবাজারের প্রতিটি নৌঘাট অন্যান্য প্রজাতির মাছে সয়লাব হয়েছে। লইট্যা, ফাইস্যা, চাপিলা, পোয়া মাছসহ বিভিন্ন ধরনের মাছ বোঝাই করে সাগর থেকে ফিরছেন জেলেরা।

ট্রলার ভর্তি মাছ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলেদের মুখে। তারা বলছেন, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকার কারণে সেখানে ইলিশসহ সব ধরনের মাছ বেড়েছে। কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান জানান, বঙ্গোপসাগর থেকে আহরিত কক্সবাজারে আনা এসব মৎস্য স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে বিদেশেও।

এদিকে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি ওসমান গণি টুলু বলেন, গত কয়েকদিন থেকেই মাছ ধরা শুরু হয়েছে। মৌসুমে সাগরে নিরাপত্তা জোরদারে আইনশৃক্সখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রোপা আমনের চারা রোপণ প্রায় শেষ
পরবর্তী নিবন্ধবন্যায় বান্দরবানে বিধ্বস্ত গ্রামীণ সড়ক