‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ দিয়ে পরিচিত পাওয়া তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। এরইমধ্যে নতুন প্রজন্মের গায়িকা হিসেবে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে নিয়েছেন। নতুন বছরকে সামনে রেখে নতুন গান নিয়ে আসছেন তিনি। গানের শিরোনাম ‘ডুবে আছি তোমাতে’। গানটি লিখেছেন জসিম উদ্দিন, সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসা জানান, সমপ্রতি ঢাকার অদূরে শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গান ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আনিসাকেও। সঙ্গে থাকবেন মডেল ফজলে রাব্বি। আনিসা বলেন, নতুন একটা গানের কাজ শেষ করলাম। শ্রীমঙ্গলে ভিডিওর শুটিং করেছি, এক অন্যরকম অভিজ্ঞতা। খুবই চমৎকার। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি মাই কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখার জন্য এবং পৃষ্ঠপোষকতার জন্য। আনিসা বলেন, নতুন এই গানটি নতুন বছর উপলক্ষে শ্রোতা-দর্শকের জন্য উপহার। নতুন বছরের শুরুতে গান ভিডিওটি এসএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে












