‘আইপ্যাড মিনি প্রো’ নিয়ে কাজ করছে অ্যাপল। এ বছরের দ্বিতীয়ার্ধেই চলে আসতে পারে ডিভাইসটি। অন্তত গণমাধ্যমের প্রতিবেদন সে কথাই বলছে। অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো বলছেন, ২০২১ সালের প্রথমার্ধে নতুন আইপ্যাড মিনি নিয়ে হাজির হতে পারে অ্যাপল। খবর বিডিনিউজের।
এখন শোনা যাচ্ছে, ডিভাইসটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইপ্যাড মিনি প্রো হিসেবে আসতে পারে। সামপ্রতিক এক প্রতিবেদনে সে তথ্যেই তুলে ধরেছে গিজমো চায়না। আইপ্যাড মিনি প্রো’তে দেখা মিলতে পারে ৮.৭ ইঞ্চি আকারের পর্দার। নতুন ডিভাইসটির প্রস্ত ২০১৯ সালের আইপ্যাড মিনির চেয়েও বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটিতে হোম বাটন, টাচ আইডি, এবং লাইটনিং সংযুক্তি চোখে পড়বে। প্রতিবেদনের তথ্য অনুসারে, আসন্ন আইপ্যাড মিনি প্রো’তে গত কয়েক বছর ধরে উন্মোচিত আইপ্যাড মিনি’র মতো একই নকশা চোখে পড়বে, বেজেল থাকবে উপরে ও নিচে। চিপ হিসেবে দেখা মিলবে এ১৪ বায়োনিক চিপসেটের, থাকতে পারে তিন ধরনের স্টোরেজ অপশন – ৬৪ গিগাবাইট, ১২৮ গিগাবাইট, এবং ২৫৬ গিগাবাইট। এ মাসেই বসন্ত ইভেন্ট ২০২১ আয়োজনের কথা রয়েছে অ্যাপলের। ওই আয়োজনে দেখা মিলতে পারে নতুন আইপ্যাড মডেল, নতুন এয়ারপডস, এবং নতুন অ্যাপল টিভি ডিভাইসের।