আষাঢ় এসেছে, ছাতার কদর বেড়েছে

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

প্রকৃতিতে এখন আষাঢ় মাস। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষা মৌসুম হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে আকাশ থেকে কখনো ঝরে পড়ে ঝিরি ঝিরি বৃষ্টি। আবার কখনোবা ঝরে মুষলধারে বৃষ্টি। ঝড়-বৃষ্টির এই মৌসুমে কদর বাড়ে ছাতার। কর্মব্যস্ত মানুষের বৃষ্টির ভোগান্তি থেকে বাঁচাতে পারে ছাতা। নগরীতে গত দুদিন ধরে চলছে থেমে থেমে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে বেড়েছে ছাতার বিক্রি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে রহমান, শংকর, শরীফ, অ্যাটলাস ও মুন ব্র্যান্ডের ছাতা বিক্রি হচ্ছে বেশি। এছাড়া চীন ও থাইল্যান্ডের আমদানি করা ছাতার কদর রয়েছে বলে জানান বিক্রেতারা। গতকাল নগরীর কয়েকটি মার্কেটে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ডিজাইনের ছাতা মানভেদে পাওয়া যাচ্ছে ১২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে। এর মধ্যে এক ভাঁজের ছাতার দাম ৩৫০ টাকা, দুই ভাঁজের ছাতা ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া চীন ও থাইল্যান্ডের আমদানিকৃত ছাতা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকায়।

আরিফুল ইসলাম নামের একজন ছাতা বিক্রেতা বলেন, সাধারণত বৃষ্টি শুরু হলে ক্রেতারা ছাতা কিনতে ছুটে আসে। গত দুদিন ছাতা বিক্রি বেড়েছে। এক ভাঁজের ছাতার তুলনায় দুই ভাজের ছাতা বিক্রি বেড়েছে। এছাড়া শিশুদের জন্য ডোরেমন, বারবি ডল, মিকি মাউসের ছবিযক্তি ছাতাও বিক্রি হচ্ছে। অপরদিকে নারীদের জন্য বিভিন্ন ডিজাইনের ভাজ করা ছাতা বেশি বিক্রি হচ্ছে।

জান্নাতুল ফেরদৌস নামে এক ক্রেতা বলেন, বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। দুই একদিন পর পরই বৃষ্টি হচ্ছে। তাই নিজের ও বাচ্চাদের জন্য ছাতা কিনতে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধআজও ব্যাংক খোলা
পরবর্তী নিবন্ধসৈকতে রাখাইনদের জমজমাট বর্ষা উৎসব