আষাঢ় নেমেছে বলে

লিপি তালুকদার

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

আষাঢ় নেমেছে বলে

বাইরে জল থইথই,

ডিঙি নৌকা ভাসিয়ে দিয়ে

কেউ ধরে পুঁটি, চিতল কৈ।

আষাঢ়ে পাহাড়ি ঢল

নেমেছে শ্রীমতীর কোলে,

ঘন কালো মেঘ গর্জে উঠে

পথঘাটে আলো নেই ঝলমলে।

আষাঢ় নেমেছে ধরনীতে

ভাসে নদীর দুপাড়,

আষাঢ়ী রূপ মেলেছে আজ

মুগ্ধ নয়ন বারংবার।

পূর্ববর্তী নিবন্ধস্পিডব্রেকারগুলোতে রং করানো হোক
পরবর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে চাই যথাযথ উদ্যোগ