আষাঢ়ী জলের আলিঙ্গন

নাহিদ সুলতানা | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

আকাশের বারান্দায় বসেছে মেঘের মেহফিল

দাপুটে সূর্যের ডানাভাঙা বেদনার আর্তনাদে

কেঁপে উঠে বাতাস, অরণ্য, সাগরের ঊর্মিমালা

কদমের তৃষ্ণার্ত চোখ বেয়ে ঝরে পড়ে বাদল

সবুজে সবুজ চারিদিক, চাতকের ঠোঁটে জল

জলভরা আঙিনায় ভাসে কাগজের নৌকা

আষাঢ়ী জলের আলিঙ্গনে যুবতী হওয়া নদীগুলো

পাড় ভেঙে ছুটে চলে যৌবনের উন্মাতালে

বর্ষা এলে মনে জাগে অজানা অদ্ভুত শিহরণ

মন যে কী চায় তা বোঝা বড় দায়

বর্ষা আসে রাধিকার মনে শ্যামের বাঁশির সুরে

ঝিরিঝিরি বৃষ্টিতে ভালোবাসার উষ্ণতায় ডুবে

মন চায় হারিয়ে যেতে অজানা রাজ্যে

বর্ষা এলে মনে পড়ে যায় কত স্মৃতি, কত গল্প

এই দেশ যখন রক্তগোধূলির সময় পাড়ি দিয়েছিল

তখন বর্ষা যেন এসেছিল আশীর্বাদ হয়ে

গ্রামের পর গ্রাম ধ্বংসের নীলনকশায়

পূর্ণ বর্ষায় হায়েনারা যখন অন্য পাড়ে যাবে

মুক্তি সেনাদের কৌশলে ডুবে মরেছে হায়েনারা

ভরাযৌবনা বর্ষার স্রোতে;

বর্ষা আসুক বাংলার বুকে আজীবন

বর্ষা আসুক ঝুমঝুমিয়ে জলের নূপুর পরে

বিজলি হাসা বর্ষা আসুক প্রাণকে জাগিয়ে দিয়ে

ছলাৎ ছলাৎ ঢেউ বয়ে যাক কালিমা সব ধুয়ে।

পূর্ববর্তী নিবন্ধপরিবহন ব্যবস্থা উন্নত করা হোক
পরবর্তী নিবন্ধএক মহীয়সী নারী ভাষাকন্যা জওশন আরা রহমান