আশ্‌ শফিক ফাউন্ডেশনের মাসব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি

| শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভার শফিকীয়া দরবার শরীফের দাতব্য সংস্থা আশ্‌ শফিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন রমজান মাসব্যাপী মানবিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ছিল সহস্রাধিক দুঃস্থ মানুষের মাঝে চালের বস্তাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ইফতারসামগ্রী ও নগদ টাকা প্রদান। এছাড়া ১৫ রমজান থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার কয়েক হাজার গরিব মানুষের মাঝে প্রতিদিন নগদ অর্থ, বস্ত্র দান ও ঈদসামগ্রী প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ হামিদ উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দিন, নির্বাহী দাতা সদস্য আরফাতুল আলম নয়ন, জিয়াউল হক জিয়া, শোয়েব আল সালেহীন, মোহাম্মদ জাফর উল্লাহ, মাস্টার মোহাম্মদ নাছির উদ্দীন, মাস্টার মোহাম্মদ আমান উল্লাহ, মাওলানা মোহাম্মদ আনোয়ার পাশা, সহযোগী সদস্য মোহাম্মদ আবছার উদ্দিন, মাওলানা আলী আজগর, আরিফ উদ্দিন, মোহাম্মদ রাজু ও ইকবাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরফিক আহমদ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সার্বজনীন বৈসাবি উৎসব শুরু