মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী বলেন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ একটি সুন্নি–ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন, যার প্রধান বৈশিষ্ট্য হল নবী প্রেম ও মানব কল্যাণমূলক সেবা। রাসুলে পাকের (দ.) প্রতি গভীর ভালোবাসা ও সুন্নাহর আদর্শ অনুসরণ করা এদের মূল ভিত্তি। ট্রাস্টের অক্লান্ত পরিশ্রমে এবং মানুষের সার্বিক সহযোগিতায় অসংখ্য মাদ্রাসা পরিচালিত হয় ও গরীব দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে।
গত শুক্রবার আল আমিন হাশেমী দরবারে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ বায়েজিদ জালালাবাদ কুলগাঁও শাখার ৫ম কাউন্সিলে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২১১ জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাওলানা শিব্বির আহমদ উসমানী, খন্দকার এরশাদুল আলম হিরা, মুহাম্মদ আব্দুল করিম, শাহেদ কন্ট্রাক্টর, হান্নান সরকার প্রমুখ। পরিশেষে জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












