আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২১ ও ২২ আগস্ট ১ নং দক্ষিণ পাহাড়তলী লালিয়ারহাট মাদ্রাসা ও বিদ্যালয় প্রাঙ্গণে ইমামে রব্বানী শেখ আহমদ ফারুকী সেরহেন্দী (রহ.), আলা হযরত ইমাম আহমদ রেযা (রহ.) এবং ইমামে রব্বানী সৈয়্যদ আবু নছর আবেদ শাহ আল মাদানীর (রহ.) ওরস উপলক্ষে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মাজিআ)। প্রথম দিবসে উদ্বোধক ছিলেন হামিদিয়া হোসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী ও পাথরঘাটা ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মদ নুরুল আবছার আল কাদেরী। সমাপনী দিবসে উদ্বোধক ছিলেন লালিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ মাহমুদ রেযা। আলোচক ছিলেন গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদের খতিব আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা বোরহান উদ্দিন নেজামী ও হযরত খোশাল শাহ (রহ.) মাদ্রাসার সুপার মাওলানা ক্বারী হাসান উদ্দিন কাদেরী রেজভী। সঞ্চালনায় ছিলেন গাউছিয়া শাহ আমিন হাশেমী মাদ্রাসার সুপার মাওলানা মুখতার আহমদ কাদেরী রেজভী। প্রেস বিজ্ঞপ্তি।