আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া ট্রাস্টের দোয়া মাহফিল

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় হযরত আলী রজা কানু শাহ্‌ের (রহ.) ৫ম পুরুষ খাজা দরবেশ মাওলার (রহ.) গবেষণামূলক জীবনীগ্রন্থ “মাওয়াকিয়ুন নুজুম (নক্ষত্ররাজির অস্তাচল)” প্রকাশনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল গ্রন্থটির সম্পাদক মাওলানা মঈনুদ্দীন নূরী আল কুরাইশীর সভাপতিত্বে গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গ্রন্থটির পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, যে জাতি তার ঐতিহ্য ইতিহাস ও সংস্কৃতি ভুলে যায় সেই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যায়। এই বাস্তবতা উপলব্ধি করেই এই গ্রন্থটির বহিঃপ্রকাশ। আমরা আশা করি এই গ্রন্থের মাধ্যমেই আলী রজা কানু শাহ্‌ (রহ.) ঘরানার সূফি সাহিত্যিক ধারা এগিয়ে যাবে। শুকছড়ি চিশতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ নাছেরুল হক চিশতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মন্ডলীর ড. সেলিম জাহাঙ্গীর, . মুফতি নুর হোসাইন, . আবদুল আজীম শাহ্‌, সহযোগী সম্পাদক ড. ওসমান মেহেদী, . নুরুন্নবী আযহারী, . নিজাম উদ্দিন জামি, . শেখ সাদী, মুফতি শাঈখ উছমান গনী। এতে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সফিউল গনী, প্রফেসর এমরান, আবু সালেহ ও খাজা ওসমান ফারুকীসহ দেশবরেণ্য শিক্ষাবিদ গবেষক ও সাংবাদিক প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইন আলীনগর দরবার শরীফসহ বিভিন্ন দরবার ও সিলসিলার পীর মাশায়েখগণ। মাওলানা আবদুর রহমান ও মোহাম্মদ আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পীরজাদা এনামুল হকের (মা.জি.) মোনাজাতে সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চোরাই স্বর্ণসহ গ্রেপ্তার যুবক
পরবর্তী নিবন্ধসীবলী মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ