বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে কারবালায় হযরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাতের ঘটনা চিরস্মরণীয় হয়ে রয়েছে। তিনি এ দিনের গুরুত্ব অনুধাবন করে যথাযথভাবে কাজে লাগানোর সকলের প্রতি আহবান জানান।
তিনি গতকাল শনিবার দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের উদ্যোগে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল
হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোকতার হোসাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সহ–সভাপতি মুহাম্মদ রফিক বশরী, সহ–সাধারণ সম্পাদক শরফুল আমিন চৌধুরী, আরিফুল ইসলাম আবিদ, সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, মাষ্টার আবদুস সালাম, অর্থ সম্পাদক আ ন ম মহিউদ্দীন প্রমুখ।