আহলে বায়েতে রাসূল (সা.) স্মরণে সাবেক সিটি মেয়র মনজুর আলমের উদ্যোগে গত শুক্রবার সীতাকুণ্ডের তৈয়বীয়া পারভীন আকতার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ২০ জুলাই থেকে শুরু হওয়া কারবাল মাহফিল চলবে ৭ আগস্ট পর্যন্ত। এসময় ২৯টি মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ কার্যক্রম চলবে।
এরই ধারাবাহিকতায় গতকাল বাদ জুমা সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তাঁর এইচ.এম. ভবন অডিটরিয়ামে নিম্ন আয়ের অস্বচ্ছল জনগোষ্ঠীকে নিয়ে মতবিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক অস্বচ্ছল নারী–পুরুষদের অংশগ্রহণ ছিল। মতবিনিময়ে তিনি বলেন, পবিত্র আশুরা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, মহররম মাস পবিত্র ইসলামের একটি শোকাবহ মাস এবং বাংলাদেশে আগস্টও একটি শোকাবহ মাস। এজিদ কেবল ইসলামের প্রাথমিক যুগের সৃষ্টি নয়, যুগে যুগে তাদের জন্ম। আশুরা আমাদের এ যুগের এজিদদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। শিক্ষা দেয় অন্যায় ও মিথ্যার প্রতি মাথা নত না করার। এ সময় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়্যদ মোহাম্মদ ইউনুস রজভী। মতবিনিময়ে উপস্থিত ছিলেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলমসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।












