আশুতোষ বড়ুয়া স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৪৪ অপরাহ্ণ

রাউজানের সন্তান আশুতোষ বড়ুয়ার স্মারক গ্রন্থ ‘হালদা পাড়ের কৃতী সন্তান বাবু আশুতোষ বড়ুয়ার জীবন দর্শন’ এর মোড়ক ও পাঠ উন্মোচন গত ৫ সেপ্টেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহদাত হোসেন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। সভাপতিত্ব করেন উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। উদ্বোধক ছিলেন মৈত্রীপ্রিয় মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন, প্রজ্ঞাবংশ মহাথের।

বিশেষ জ্ঞাতি ছিলেন প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাথের ও সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন. ধর্মকীর্তি মহাথের, বিশেষ ধর্মালোচক ছিলেনএস লোকজিৎ ভিক্ষু, বিশেষ অতিথি ছিলেন লোকাবংশ ভিক্ষু, বিনয়ালংকার ভিক্ষু, শ্রদ্ধেন্দ্রিয় থের ও প্রজ্ঞালোক স্থবির। আলোচনায় অংশ নেনবিধান চন্দ্র বড়ুয়া, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, প্রফেসর ড. জাপান বড়ুয়া। বক্তারা আশুতোষ বড়ুয়ার কর্মময় জীবনের হিরন্ময় দ্যুতি আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। সঞ্চালনায় ছিলেন কনক কুসুম বড়ুয়া ও সবুজ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর নোয়াখালী পেশাজীবী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আজ