আশিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাব অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে আহমদ শাহ্‌ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। গত সোমবার রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় আশিয়া বন্ধন একতা সংঘকে ৩২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আশিয়া মল্লপাড়া আহমদ শাহ্‌ স্মৃতি সংঘ। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মোহাম্মদ হৃদয়।

খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন। খেলার উদ্বোধন করেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি মাহাফুজুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আজিজুল হক এজাজ, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ গালিব চৌধুরী, আব্দুর রহিম, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ জাঙ্গীর, শাহাদাত হোসেন শেরু, মোহাম্মদ মহিউদ্দিন, কামরুল হাসান সোহান, সাজ্জাদ শেখ, হৃদয়, ছগির, ইরফান, ওমান, সালাউদ্দীন, ইমতিয়াজ, রিফাত, সিফাত, রিয়াত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলকরণ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ প্রবাসী পরিষদের মতবিনিময়