আশিন খেমিকা থের

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের মহাপরিচালক আশিন খেমিকা থের গত ২৬ এপ্রিল সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভান্তের পেটিকাবদ্ধ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সংঘদান অষ্টপরিস্কারদান, স্মৃতিচারণ সভার আয়োজন করেছে চান্দগাঁও বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটি। আগামী ৬ মে চান্দগাঁও বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীর আলম