আশা

মনোয়ারা সুলতানা সোনিয়া | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

নীল আকাশে আজকাল রোদ ওঠে ঠিকই,

কিন্তু মানুষের চোখে আলোটা যেন কমে গেছে

হাসি আছে, স্বপ্ন আছে,

তবু অনিশ্চিত ভবিষ্যতের কুয়াশা

সবকিছুকে ঢেকে রাখে নীরবে।

দেশ চলে তার নিজের ঢঙে,

কখনো ঝড়, কখনো বিরাম

রাস্তার ধুলার মতোই উড়ে বেড়ায় খবর,

মানুষের কথার মধ্যে মিশে থাকে

অবিশ্বাস, আশা আর ক্ষীণ নৈরাশ্যের গন্ধ।

রাতের শেষে ভোর আসে

এ সত্য কেউ অস্বীকার করতে পারে না,

তাই মানুষ আজও বলে,

হয়তো কালটা ভালো হবে।’

এই বিশ্বাসেই তারা চলে,

চোখে স্বপ্নের ক্ষুদ্র প্রদীপ জ্বেলে।

চারপাশে কত প্রশ্ন,

ভবিষ্যৎ যেন অচেনা পথিক

কোথায় যাবে, কোথায় থামবে,

কেউই জানে না।

তবু জীবনের অভ্যেস এমনই

অন্ধকারেও আলোর খোঁজে এগিয়ে যাওয়া।

দেশের হাওয়ায় আজও

অজস্র তরুণের নিঃশব্দ প্রতিজ্ঞা ভাসে:

আমরা বদলাবো, আমরা গড়বো।’

এই উচ্চারণই ভবিষ্যতের ভিতরের শিখা,

যা নিভে যায় না কখনও।

তাই জীবনের সব অনিশ্চয়তা সত্ত্বেও

মানুষ বেঁচে থাকে

অপেক্ষায়, বিশ্বাসে, আকাঙ্ক্ষায়

দেশ যেন আবার হাসে,

মানুষ যেন আবার স্বপ্ন দেখে,

আর আগামীকাল যেন

আজকের চেয়ে একটু বেশি আলোয় ভরে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধযত্ন ও ভালোবাসা
পরবর্তী নিবন্ধফারজানা রহমান শিমুর গল্পগ্রন্থ ‘জলের অতলে’ : সমাজের দর্পণ