আশা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ

নারী বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নারী বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেই হার দেখলো। আশা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হেরে গেল ৪ উইকেটে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে নেয় খেলার ২৩ বল বাকি থাকতেই। তবে পাকিস্তানের মতো ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। নিগার সুলতানাদের ১৭৮ রানের জবাবে ১০৩ রানে ইংলিশদের ৬ উইকেট চলে যায়। ফলে জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার ছাপ রেখে ইংলিশ অধিনায়ক হিদার নাইট সপ্তম উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি। এটাই গড়ে দেয় পার্থক্য। বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে শেষ হাসি হাসে ইংলিশ দল। নাইট ১১১ বলে ৭৯ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচসেরাও তিনি। তাতে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার। সঙ্গী চার্লি ডিন ৫৬ বলে খেলেন অপরাজিত ২৭ রানের ইনিংস। তাদের জুটিতে ৪৬.১ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে এদিনও শুরুতে বল হাতে প্রতিপক্ষকে কাবু করে ছাড়েন পেসার মারুফা। ৫ ওভারে ২৮ রানে নেন ২ উইকেট। পরে বাংলাদেশ ম্যাচে ফেরার মতো পরিস্থিতি তৈরি করে লেগ স্পিনার ফাহিমা খাতুনের কল্যাণে। ১৬ রানে তিনটি উইকেট নেন তিনি। পরে অবশ্য তাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন নাইট ও ডিন। এর আগে গুয়াহাটিতে নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতে টসে জিতে ইংল্যান্ড বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশকে তারা রুখে দেয় ১৭৮ রানে। ব্যাট হাতে আলো ছড়ান সোবহানা মোস্তারি ও রাবেয়া খান। সোবহানা খেলেছেন ধৈর্যশীল ৬০ রানের ইনিংস, আর শেষ দিকে রাবেয়ার ঝড়ো ৪৩ রানে ভর করে বাংলাদেশ লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে। ৪৯.৪ ওভারে অলআউট হয় ১৭৮ রানে। মূলত ইংলিশ স্পিনারদের ঘূর্ণিজালে কাবু হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সোফি একলস্টোন শিকার করেন তিনটি উইকেট। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের জয়ে দারুণ ভূমিকা রাখা লেফট আর্ম স্পিনার লিনসে স্মিথ ৩৩ রানে নেন ২ উইকেট। অফস্পিনার চার্লি ডিন ও অ্যালিস ক্যাপসি উইকেট নিয়েছেন দুটি করে। সাথে ছিল কৃপণ বোলিং। ক্যাপসির স্পেলে ৪৭তম ওভারে ডাবল স্ট্রাইকে কাটা পড়েন মোস্তারি। ফেরার আগে ১০৮ বলে তুলে নেন নিজের প্রথম বিশ্বকাপ ফিফটি। প্রথম ছয় ওভারেই ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনিংয়ে সুযোগ পেয়েও ঝড় তুলে খেলতে পারেননি রুবাইয়া হায়দার। লরেন বেলের বলে মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৯ রানে। স্মিথের পরের ওভারেই মাত্র ২ বল খেলে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্র্রথমে শারমিন ও পরে মোস্তারির সঙ্গে মিলে ইনিংস গুছিয়ে তোলার চেষ্টা করছিলেন ব্যাটাররা।

কিন্তু একলস্টোন সেই পরিকল্পনায় কাঁটা বিছিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। নিগার সুলতানা মাঠে না থাকলেও ডাগআউটে থেকে দারুণ সরব ভূমিকা রাখছিলেন। রানখরার সেই সময়ে ন্যাট সিভারব্রান্টকে পরপর দুটি বাউন্ডারি মেরে চাপ কিছুটা কাটান মোস্তারি। এর মধ্যেই রিতু মনি ধীরগতির ৫ রান করে ডিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। মোস্তারির ফিফটি আসে ডিপ পয়েন্ট দিয়ে একটি চমৎকার শটে। বাংলাদেশের হয়ে মাত্র তৃতীয় নারী ব্যাটার হিসেবে বিশ্বকাপে অর্ধশতক হাঁকান তিনি। একবার অবশ্য জীবনও পেয়েছেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড আবার রিভিউ নিয়ে মোস্তারিকে প্যাভিলিয়নে ফেরায়। তখন দলের স্কোর ৮ উইকেটে ১৫৬। শেষদিকে রাবেয়া খান ছিলেন একমাত্র আশার আলো। ২৭ বলে ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ রানে অপরাজিত ছিলেন। শেষ ওভারে স্মিথকে ছয় মেরে ম্যাচের প্রথম ছক্কার স্বাদ নেন রাবেয়া।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে স্লুকার টিম ডাবল ও এইটবল পুল চ্যাম্পিয়নশিপ শুরু
পরবর্তী নিবন্ধসিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৫ অক্টোবর শুরু