চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল বুধবার বেলা ১২টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদান শেষে ভূমিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সারাদেশের মানুষ নৌকায় ভোট দেবে। নৌকার গণ জোয়ার সৃষ্টি হয়েছে। পুরো দেশে নির্বাচনের হাওয়া বইছে। মানুষ এখন ভোটের উৎসবে মাতোয়ারা।
বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে তিনি বলেন, একটি দল নির্বাচনে আসল কি আসল না তাতে কিছু যায় আসে না। ৩০টি দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাই আমি মনে করি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে, সুন্দর একটি নির্বাচন হবে। তিনি বলেন, আমি সকলের কাছে দোয়া চাই যাতে বিপুল ভোটে জয় লাভ করতে পারি। নির্বাচিত হয়ে বাকি উন্নয়ন কাজগুলো যেন করতে পারি। আমার কাছে বড় ভরসা আমার এলাকার মানুষের ভালোবাসা আর সমর্থন। আমি সুখে–দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। তাই আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এর আগে ভূমিমন্ত্রী হাইলধরে তার পিতা প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ আখরুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রণি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার।