আশা করি দ্রুত সংকটের সমাধান হবে

ডা. মুজিবুল হক খান

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান বলেন, মেডিকেল কলেজের এমন পরিবেশ দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। এ ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। চিকিৎসকের ওপর হামলার যে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকরা করেছেন, প্রশাসনের উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা। ইন্টার্ন চিকিৎসকরাও দ্রুত কাজে ফিরবেন বলেও আশা করি। চমেক ক্যাম্পাসের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকুক, সেটাই আমাদের চাওয়া। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাটা খুবই জরুরি। এ সংকট সমাধানে সব পক্ষের এগিয়ে আসা উচিত। আমরা (বিএমএ) উদ্যোগ নেবো। আশা করি দ্রুত এ সমস্যার সমাধান আসবে।

পূর্ববর্তী নিবন্ধলাশে ভর করে হেফাজত ক্ষমতায় যেতে চেয়েছিল
পরবর্তী নিবন্ধএই করোনাকালে সেবা বন্ধ করা ঠিক হয়নি