এখনো ওখানে আকাশ ভর্তি নীল
যেমন করে ক‘দিন আগেও ছিলো
এখনো সেই চোখজোড়া থাকে চেয়ে
দৃষ্টি কেবল ভীষণই বদলালো।
রৌদ্র তাপে আগেও যেমন পোড়া
যেমন ছিল বর্ষা আকুল চোখ
বৃষ্টিগুলো এখনো তেমন মাগি
জুড়াতে নয়, সরাতে প্রবল শোক।
আমার মাঠের ফসলে পঙ্গপাল
উপরে চিলেরা পাক খাওয়া ঘুরঘুর
পেন্ডুলামে আশার দোদুল দোল
হাল ছাড়ি না,
হৃদয়ে তবু একটি গোপন সুর।