আশার নতুন সূর্য উদয় হোক

রাশেদুল ইসলাম আকিব | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

মানবজীবন, সমাজ ও রাষ্ট্র চলতে থাকে নানা সংকট, দুর্ভোগ ও হতাশার মধ্য দিয়ে। চারপাশে কখনও ঘনিয়ে আসে অন্ধকার, তবুও তা চিরস্থায়ী নয়, কারণ প্রতিটি রাত শেষে যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি দুর্দিনের পরে জেগে ওঠে নতুন আশার আলো। বিশ্বজুড়ে যুদ্ধ, বৈষম্য, দুর্নীতি, জলবায়ু সংকটসহ নানা চ্যালেঞ্জে বিপর্যস্ত মানবতা। বাংলাদেশের প্রেক্ষাপটেও দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয় মানুষকে ক্লান্ত করে তোলে। বিশেষ করে তরুণরা পড়ে যায় দিশেহারার দোলাচলে। এই বাস্তবতায় প্রয়োজন আশার প্রদীপ জ্বালানো। একটুকু আশা পারে জীবনে আলোর দিশা দেখাতে। এক শিক্ষক, এক চিকিৎসক, এক সচেতন নাগরিক যিনি অন্যকে সাহস দেন, স্বপ্ন দেখান, দায়িত্ব পালন করেন তার মাধ্যমেই জেগে ওঠে নতুন সূর্য। আশার নতুন সূর্য মানে শুধু কবিতার কল্পনা নয়, এটি হতে পারে ন্যায়ের এক প্রতিষ্ঠান, একজন বিবেকবান নেতা বা সাধারণ মানুষের ইতিবাচক চিন্তা ও কর্ম। বড় পরিবর্তন শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে একজন যুবক দুর্নীতিকে না বললেই, এক ছাত্র সত্যনীতির পক্ষে দাঁড়ালেই বদল আসতে পারে সমাজে। আমরা চাই, এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ বাঁচবে মর্যাদায়, শিশুরা পাবে শিক্ষা, কেউ না থাকবে ক্ষুধায় কাতর কিংবা অন্যায়ের প্রতিবাদ করে নির্যাতিত। সেই নতুন সূর্য হোক মানবতা, নৈতিকতা আর দায়িত্ববোধে দীপ্ত হতাশার দীর্ঘ রাত শেষে আসুক সাহস, স্বপ্ন আর সম্ভাবনার নতুন ভোর। আমরা যেন একসাথে বলতে পারি আশার নতুন সূর্য উদয় হোক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শহরে খোলা নালাগুলো দ্রুত সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী