আশার আলো মানবিক ফাউন্ডেশনের ২৪–২৬ নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। স্বপ্না জেমির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক এমকেএম গোলাম মোরশেদ খান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক মো. কামরুল ইসলাম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন ফারুক, সংগঠনের উপদেষ্টা মো. মনছুর আলম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা মাহমুদ হায়দার জীবন, মেহেরুন নিপা, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. ইমরান চৌধুরী, মো. সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ শরিফুল ইসলাম, ইলিয়াস রিপন, শাহদাত হোসেন কালাম, জুলেখা আকতার জুলি, মো. ফয়সাল মুন, মো. আরিফুল হক, মো. সাইফুল ইসলাম মো. আতিকুর রহমান, মো. রাশেদ, মো. জসিম উদ্দিন সাগর, মো. হাসান, মোহাম্মদ নুর, মোহাম্মদ আবু হানিফ মো. সাহাব উদ্দিন, মো. আদনান, মো. জাহিদ হোসেন মো. মুজিব আমেরী, ইয়াসমিন আক্তার কলি, ফারজানা বৃষ্টি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এমকেএম গোলাম মোরশেদ খান বলেন, ‘আশার আলো মানবিক ফাউন্ডেশন’ নানা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। এটা সত্যিই অনেক বড় প্রশংসার দাবি রাখে।
প্রধান আলোচক মো. কামরুল ইসলাম তার বক্তব্যে ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে দেশের যে অর্জন তা ধরে রাখতে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।