আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের শিক্ষানুরাগী, সামাজিক ও মানবিক সংগঠন জাফর–আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন সুমনকে অভিভাবক সদস্য ও শিক্ষক জাহাঙ্গীর আলমকে সদস্য নির্বাচিত করা হয়। এলাকার গুণী ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন সিকদারকে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করায় আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।