চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও আশরাফ আমেনা ফাউণ্ডেশনের সহযোগিতায় আশরাফ আলী স্মৃতি দ্বিতীয় কারাতে প্রতিযোগিতা গত ২০ মে এম এ আজিজ ষ্টেডিয়ামে সম্পন্ন হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন মরহুম আশরাফ আলীর ছোট ছেলে সারওয়ার আহমেদ।
১২টি ইভেন্টে চট্টগ্রামের ৫টি সংগঠনের ১১৩ জন কারাতে খেলোয়াড় দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ কাউসার আহমেদ ও লতা পারভীনের সার্বিক দিক নির্দেশনায় এবং সেনসি মোহাম্মদ শোয়েবের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল।
এসোসিয়েশনের সহ-সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হালিশহর ফ্রেণ্ডস ইউনিক সোসাইটি (হাফুস) এর সাধারণ সম্পাদক নিজামউদ্দদীন ভুঁইয়া, এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম ভুট্টো, আফতাব উদ্দীন লিটন, কারাতে সংগঠক আবুল বশর রণি, আব্দুল হান্নান কাজল, জাফরুল ইসলাম, আব্দুল আজিজ, ফয়সাল আলম মামুন, রাফাত শাহরিয়ার, ফাইরুজ ইবনাত ওশিন, মোহাং ইকবাল, আইমান ইনতিসার, আজমল হোসেন, সাফরিনা হাসান, ফাহিমা বিনতে ইকরাম, সামিরা সুলতানা, মীনহাজুল ইসলাম ও মাইশা বিনতে সারওয়ার।