ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের বিরুদ্ধে আলাদা মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মামলায় তাদের বিরুদ্ধে মোট ১৬ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৮৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। অনুমোদনের তথ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। খবর বিডিনিউজের। খোকনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি ক্ষমতা অপব্যবহার করে অবৈধ উপায়ে প্রায় ১৩ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তার তিনটি ব্যাংক হিসাবে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার অভিযোগও এনেছে দুদক। কমিশন বলছে, অর্থপাচারের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কিনেছেন।
খোকনের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার তিনটি ব্যাংক হিসাবে প্রায় ৬ কোটি ১২ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার কথাও বলছে দুদক।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর খোকনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ৯ অক্টোবর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। অনুসন্ধানের ভিত্তিতে দুদক বলছে, খোকনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।
আশরাফুল আলম খোকন ২০১৩ সালের ১৮ আগস্ট শেখ হাসিনার উপ–প্রেস সচিব পদে চুক্তিতে যোগ দেন। পরে বিভিন্ন সময় তার মেয়াদ ও গ্রেড বাড়ানো হয়।