আশরাফুলদের উড়িয়ে দ্বিতীয় স্থানে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মিরপুরে মুখোমুখি হয়েছিল মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহাম্মদ আশরাফুলের ব্রাদার্স উইনিয়ন। ব্রাদার্স উইনিয়নকে ৮৩ রানে হারিয়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। টস জিতে সুবিধা করতে পারেনি রূপগঞ্জের লিজেন্ডসরা। ৪৪.১ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৬৮ রানে। দুই পুরনো ক্রিকেটার নাঈম ইসলাম এবং সাব্বির রহমান রুম্মনই যা রান করলেন। সর্বোচ্চ ৪৬ রান করেন সাব্বির। ৪৫ রান করেন নাঈম ইসলাম। ব্রাদার্স ইউনিয়নের হয়ে মো. ইরফান হোসেন নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে মাত্র ২২.২ ওভারে ৮৫ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। সর্বোচ্চ ১৬ রান করেন দু’জন। সাদিকুর রহমান এবং চতুরঙ্গ ডি সিলভা। রূপগঞ্জের হয়ে ভারতীয় রিক্রুট চিরাগ জানি নেন ৪ উইকেট। নাঈম ইসলাম নেন ৩ উইকেট। মাশরাফি, নাবিল সামাদ এবং মেহেদী হাসান রানা নেন ১টি করে উইকেট। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। সমান সংখ্যক ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৪।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ক্রিকেটে নারী আম্পায়ার
পরবর্তী নিবন্ধতিনভাগে দেশে ফিরে আসছেন মোমিনুলরা