টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড বেশ কিছুদিন ধরেই মোমিনুল হকের। তবে এবার যে রেকর্ডটি তিনি গড়লেন, তাতে গর্বের উপকরণ নেই একটিও। গৌরবের এই রেকর্ডের পাশাপাশি লজ্জার একটি রেকর্ডের মালিকও এখন মোমিনুল। আর তা হচ্ছে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডও এখন এককভাবে তারই। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মোমিনুল। জ্যামাইকা টেস্টের প্রথম দিনে গত শনিবার শূন্য রানে আউট হয়ে তিনি অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে ‘সবার ওপরে’ উঠে যান। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর সবচেয়ে বেশি শূন্য এই দুই রেকর্ডের এই যুগলবন্দি নেই ক্রিকেটবিশ্বে আর কারও। ১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হলেন মুমিনুল। ১১৯ ইনিংস খেলে ১৬ বার শূন্যতে বিদায় দিয়ে শেষ হয়েছে আশরাফুলের ক্যারিয়ার। ১৩ বার করে শূন্য রানে আউট হয়ে রেকর্ডের যৌথভাবে তিনে আছেন তিনজন– মুশফিকুর রহিম, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। মুশফিক খেলেছেন ১৭৪ ইনিংস, তাইজুল ৮৬টি। আর খালেদ ২৬ ইনিংস খেলেই শূন্যের অভিজ্ঞতা হঢেছে ১৩ বার। ১২ বার শূন্যতে আউটহয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ১১ বার করে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও খালেদ মাসুদ। টেস্টে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার বিশ্বরেকর্ড কোর্টনি ওয়ালশের। ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার তার ক্যারিয়ারে শূন্য রানে ফিরেছেন ৪৩ বার। স্টুয়ার্ট ব্রডের শূন্য ৩৯টি, ক্রিস মার্টিনের ৩৬টি, গ্লেন মাকগ্রা ৩৫টি। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ২২ বার শূন্যতে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে মারভান আতাপাত্তুর। তার রেকর্ডের দিকেই এখন ছুটছেন মোমিনুল। সবশেষ ছয় ইনিংসে এই নিয়ে তিনবার শূন্যতে আউট হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।