ভাবনাগুচ্ছ

আশফাকুর রহমান বিপ্লব | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

আলো

উপরতলে নাইবা দিলে

মাটির ভেতর খুঁজবো,

বিষে ভেজাল তারপরেও

যন্ত্রণাতো বুঝবো।

সমুদ্র

পারে যাবো না পারে গেলেই

মন যদি চায় পাড়ি দিতে,

পাড়ি দেব না পাড়ি দিলেই

তীর পাবো কী খুঁজে নিতে?

ঝিনুক

অসুখে পড়ে বালির আলিঙ্গনে

কষ্টের ক্ষরণ মনোভূমিতে,

যন্ত্রণা দিলো মুক্তোর বর

হৃদয়ক্ষয় খুঁজিতে খুঁজিতে।

পতঙ্গ

তারা জানেনা এ ভেলা ভাসেনা

অজানাকাশে ডুবে মরে,

মাটিকাশে পতিত আকাশ

হৃততারায় অন্যাকাশ গড়ে।

প্রস্থান

শোকাহত অধরাকাশ বিলাপে রত

কষ্টান্নে প্লাবিতহৃদ নিভৃত শয়নে,

অযতনে অবেলায় বিপন্ন, অচেতনে

ভাবিনি যারে, জমেনি জল মরুনয়নে।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রদল নেতাকে আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধছায়া রাত্রিশেষে