আশপাশের অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত

ইফতার বিতরণকালে লায়ন ইমরান

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাজ্জাত হোসেনের উদ্যোগে গতকাল শনিবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে ইফতার বিতরণ করা হয়। জামাল খান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মাসুদের সভাপতিত্বে ও নগর যুবলীগ নেতা জাওইদ চৌধুরীর সঞ্চালনায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লায়ন মোহাম্মদ ইমরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমউদ্দীন শ্যামল, জামাল খান আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন, সাবেক কমার্স কলেজ ছাত্রলীগ নেতা একরাম উল্লাহ চৌধুরী রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক আবু জিয়াদ সিদ্দিকী, রিয়াদুল করিম রিয়াদ, লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ ইমরান বলেন, আমাদের সমাজে যেমন ধনী মানুষ আছে তেমনি মধ্যবিত্ত, দরিদ্র ও হতদরিদ্র মানুষও আছে। আমরা যারা অর্থনৈতিকভাবে সাবলম্বী তারা প্রত্যেকেই তাদের আশপাশের অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামাত নতুন করে নৈরাজ্য শুরু করেছে
পরবর্তী নিবন্ধমানব সম্পদ উন্নয়নে কাজ করে যেতে হবে