আশঙ্কাজনক হওয়ায় পাভেলকে আইসিইউতে স্থানান্তর

বাকি পাঁচজন নিউরোসার্জারি বিভাগে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে তাসরিফ হাসান (পাভেল) কে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ থেকে গতকাল দুপুরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাভেলকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে। আমরা তার এমআরআই পরীক্ষা করাতে চেয়েছিলাম। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় সকালে সেটি করানো সম্ভব হয়নি। আহত আরও ৫ জন বর্তমানে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সবার মাথায় কমবেশি ইনজুরি রয়েছে। তাদেরও এখনো পর্যন্ত সঙ্কটমুক্ত বলা যাবে না বলে মন্তব্য করেছেন নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী।
এদিকে, আইসিইউতে স্থানান্তর করা তাসরিফ হাসানের মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে জানিয়ে আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ বলেন, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে বিকেলের দিকে তার এমআরআই পরীক্ষা করানো সম্ভব হয়েছে বলে জানান অধ্যাপক ডা. হারুন অর রশীদ।
উল্লেখ্য, মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গতকাল ১১ জন নিহত হয়। আহত আরো ৭ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সার্জারি (২৪ নং) ওয়ার্ডে একজন এবং বাকি ৬ জনকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্ঘটনার পর বাড়তি সতর্কতা
পরবর্তী নিবন্ধবিএনপির হারিকেন মিছিল দেখে মনে হয় তাদের নির্বাচনী প্রতীক বদলে গেল কি না : তথ্যমন্ত্রী