আল হাস্‌সান ইসলামী সাংস্কৃতিক ফোরামের মাহফিলে যিকরে মুস্তফা (দ.) কাল

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

পনের শত তম মাওলিদুন্নবী (.) উদযাপন উপলক্ষে আল হাস্‌্‌সান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের উদ্যোগে ‘ইসলামী কণ্ঠের খোঁজে আল হাস্‌সান’ শীর্ষক অনলাইন নাতে রাসূল (.) প্রতিযোগিতার গ্র্যান্ড ফিন্যাল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, অভিষেক, গুণীজন সংবর্ধনা ও মাহফিলে যিকরে মুস্তফা (.) কাল ২৯ নভেম্বর দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ‘সোনার মদিনা’ নাতে রাসূলের (.) রচয়িতা মাওলানা সলিম উদ্দিন হায়দরীর পরিবারের মাঝে এবং ‘দরুদ পড় জুলুছ কর গাও নবীজীর (.) শান’ নাতে রাসূলের গীতিকার ও সুরকার মরহুম শামসু ভাণ্ডারীর পরিবারকে সম্মাননা স্মারক দেওয়া হবে। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং খ্যাতনামা শায়েরদের পরিবেশনায় মাহফিলে যিকরে মুস্তফা (.)। মাহফিলে সকলকে অংশগ্রহণ করার জন্য ফোরামের চেয়ারম্যান শায়ের মাওলানা এমদাদুল ইসলাম কাদেরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ফিলিং স্টেশন ও মুড়ি মিলকে জরিমানা