আল-হাসানাইন মডেল মাদরাসার অভিভাবক সমাবেশ

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

আল হাসানাইন মডেল মাদ্‌রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবক এ ত্রিমূলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। শিশুর মানসিক ও নৈতিক বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাই মানসম্মত শিক্ষাসহ শিশুর সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সেতুবন্ধন অত্যন্ত জরুরি। ২ জানুয়ারি আলহাসানাইন মডেল আয়োজনে মাদরাসার হল রুমে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সভাপতিত্বে এবং মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আবদুস সামদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কামাল এন্ড ব্রাদার্স পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন সিকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ধলই গাউসিয়া আহমদিয়া মুনিরিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ ফারুকী। মুখ্য আলোচক ছিলেন নারায়ণহাট ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মুহাম্মদ আবু বক্কর হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন নানুপুর গাউসিয়া মজহারুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ ইফতেখার পারভেজ। বক্তব্য রাখেন নারায়ণহাট আল হাসানাইন মডেল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, নারায়ণহাট প্রবাসী মানবকল্যাণ পরিষদের কর্মকর্তা মুহাম্মদ বদিউল আলম, নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার আজীবন সদস্য মুহাম্মদ আবদুর রহিম জনি, পল্লী চিকিৎসক ডাঃ মুহাম্মদ মহিউদ্দিন, প্রবাসী মোহাম্মদ খোকন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা মুহাম্মদ মনির হোসেন, সহ সুপার মাওলানা মুহাম্মদ আকিব ব্যবসায়ী মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ রমজান আলী, মুহাম্মদ আমিরুল হাসান, মাওলানা মুহাম্মদ আনিস, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ইয়াসিন, মাওলানা মুহাম্মদ জুনায়েদ, মাওলানা কাউসার, মোতাহেরা আক্তার, নিলু আক্তার, মাহফুজা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ঐশ্বরিক চেতনায় চিত্তবান মানুষ বিনির্মাণে সুফিজমের বিকল্প নেই’
পরবর্তী নিবন্ধকাটগড়ে বৈষম্যবিরোধী ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের মানববন্ধন