আল হাসানাইনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

আল হাসানাইন’এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা২০২৬ গত বৃহস্পতিবার কোয়ালিটি ক্রিকেট একাডেমী মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলকাকলি আর খেলাধুলার নান্দনিক প্রদর্শনী পুরো মাঠকে এক আনন্দমেলায় পরিণত করে। সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচির পর্দা ওঠে। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের একাডেমিক কোঅর্ডিনেটর আব্দুল্লাহ বিন সুলাইমান। প্রারম্ভিক এই পর্বের পরই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে তিনি আকাশে রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে পরিবেশিত আল্লাহর গুণবাচক নাম ‘আসমাউলহুসনা’র মোহনীয় সুর উপস্থিত অতিথিদের বিমোহিত করে। এরপর শুরু হয় মূল মাঠের লড়াই। শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ ফুটবল ও টাগ অফ ওয়ারের মতো রোমাঞ্চকর ইভেন্টে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি ফরিদ উদ্দিন সাহেদ। এবারের ক্রীড়া উৎসবে অনন্য দৃশ্য ছিল প্রতিষ্ঠানের সম্পূর্ণ হিফজ সম্পন্ন করা ১৬ জন ছাত্রের উপস্থিতি। তাদের গৌরবোজ্জ্বল আসন গ্রহণ পুরো আয়োজনের মর্যাদা ও সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতার শেষ পর্যায়ে অভিভাবক শিক্ষক ও স্টাফদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও জোহরের সালাত আদায়ের মাধ্যমে এই আনন্দঘন দিনের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধলেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সেন্ট্রাল স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণী